শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: লজ্জাবতী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

নারী তুমি হও না কেন লজ্জাবতী কাটার মতো?
স্পর্শ করার দরকার নাই তো হাজার লক্ষ কোটি শত,
একটুখানি স্পর্শ লাগলেই গুটিয়ে নিবে নিজেকে নিজের মত।

নারী তুমি ভেবে দেখ, ব‍্যভিচার করতেছ কত?
পাপাচার করেই চলেছ অবিরত।

আল্লাহর কাছে কেন করতেছ না মাথা নথ?
এভাবে করে যাবে কি নিজেই নিজের ক্ষত?
হে নারী সময় থাকতেই মেনে চল ইসলামের ব্রত।

আর পড়তে পারেন