রেজাউল করিম রাসেল:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে ট্রাক্টর প্রতিকের কাউন্সিলর প্রার্থী নুরে আলম বাবু শুক্রবার বিকেলে নিজ বাড়িতে উঠোন বৈঠক করেন। এ সময় শত শত নারী ভোটার উপস্থিত ছিলেন।
এক সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের জনপ্রিয় এ নেতা বর্তমানে একটি কলেজের শিক্ষক। তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে এই ওয়ার্ডের মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে নয়, আমি আপনাদের সন্তান , ভাই এবং সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও ভোট আমাকে কাংখিত লক্ষ্যে নিয়ে যাবে। আমি আপনাদের হতাশ করবো না। আমি সৎ জীবনযাপন করতে পচ্ছন্দ করি। সততা নিয়েই আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।