Tag Archives: ঐশ্বরিয়াকে

ধার করা আংটি দিয়ে

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর আগের কথা। প্রথম দেখা হয়েছিল দুজনের। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির শুটিংয়ের সময়। এরপর ‘কুছ না কহো’ এবং ‘ধুম ২’-তে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। তবে মণিরত্নম পরিচালিত ‘গুরু’ ছবির সময় জীবন তাদের জন্য নতুন মোড় নেয়। ২০০৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবির সময়ই তারা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন জানিয়েছেন, সেই সময় নিউইয়র্কের এক হোটেলে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক বচ্চন। অভিষেকও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গুরু’ ছবির শুটিং চলার সময় থেকেই তিনি বারবার ভেবেছিলেন তার মনের কথা ঐশ্বরিয়াকে জানাবেন। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সে কথাই কল্পনা করতেন। এরপর এক সন্ধ্যায়, হালকা বাতাস বইছিল, ঐশ্বরিয়াকে সেই বারান্দায় নিয়ে এসে প্রথা মেনে একটি আংটি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব করেন।

কিন্তু মজার বিষয় হলো, সেই আংটি আসলে নকল ছিল। ‘গুরু’ ছবিতে ঐশ্বরিয়ার আঙুলে যে আংটিটি দেখা যাচ্ছিল, সেটি ছিল প্রযোজনা সংস্থার। সেই নকল আংটিই অভিষেক ধার করে এনে ঐশ্বরিয়াকে দিয়েছিলেন।

এই ঘটনার কথা আজও মনে রেখেছেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই মুহূর্ত থেকেই তাদের সম্পর্ক চিরকালের জন্য বাঁধা পড়ে। অভিষেকের সেই প্রস্তাব খুবই স্বতঃস্ফূর্ত এবং অর্থবহ ছিল। ঐশ্বরিয়া বলেন, “আমাদের জীবনে কোনো একঘেয়েমি নেই, সবকিছুই জীবন্ত এবং অনিশ্চিত। আমরা হয়তো কোনো দামী পাথরের আংটি কিনতে পারতাম, কিন্তু সত্যিই কি তার প্রয়োজন ছিল?”

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করেন এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।