ওমরাহ পালনে ১ হাজার জন সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বিশ্বের ৬৬টি দেশের মোট ১ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম’-এর আওতায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে, চলতি ইসলামিক বছরে তীর্থযাত্রীদের চারটি দলে ভাগ করে হোস্ট করা হবে। এ প্রোগ্রামের অধীনে আমন্ত্রিত ব্যক্তিরা ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের এই সুবিধা প্রদান এবং যাবতীয় ব্যয়ভার বহন করে সৌদি সরকার। এখন পর্যন্ত ১৪০টিরও বেশি দেশের মুসলিম এই বিশেষ আমন্ত্রণের সুযোগ পেয়েছেন।