ডেক্স রিপোর্টঃ
কঙ্গোতে ওই দুর্ঘটনায় আরো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া নৌকায় থাকা ৩৫০ জন যাত্রীর মধ্যে ১৮৩ জনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পশ্চিম কঙ্গোর মেয়র জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি ইনোগো থেকে ছেড়ে যায়। গন্তব্যে পৌছানোর কিছু আগে প্রবল বাতাসের ধাক্কায় নৌকাটি ‘মেই নডোমবে’ লেকে ডুবে যায়।
কঙ্গোতে জলপথে প্রায়শই দুর্ঘটনা ঘটে কারণ দেশটির গ্রামীন জনপদের প্রধান যোগাযোগের মাধ্যমই হচ্ছে জলপথ। ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন (হু) জানিয়েছে, ২০১৫ সালে দুটি নৌকা ধাক্কা লেগে ডুবে যায়। ওই দুর্ঘটনায় প্রায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এছাড়া গত এপ্রিলে পূর্ব কঙ্গোয় নৌকা ডুবিতে ১৫০ জন মানুষ নিখোঁজ হয়ে যায়।
এই মর্মান্তিক ঘটনায় দেশটির প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।