Tag Archives: কঠোর সতর্কবার্তা

আ. লীগের কর্মসূচি ঘোষণা

আ. লীগের কর্মসূচি ঘোষণা, উপদেষ্টা আসিফের ‘কঠোর সতর্কবার্তা’

আ. লীগের কর্মসূচি ঘোষণা, উপদেষ্টা আসিফের ‘কঠোর সতর্কবার্তা’

ডেস্ক রিপোর্ট:

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, যদি আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন।

ফেসবুকে আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

এর আগে শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগ ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানায়। পোস্টে উল্লেখ করা হয়, রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।