Tag Archives: কুবিতে যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত

কুবিতে যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ইউএন উইমেন বাংলাদেশ’ এর সহযোগিতায় এবং ‘আমরাই পারি’ এর আয়োজনে ‘মাল্টিস্টেকহোল্ডার এলায়েন্স ও যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক’ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএন উইমেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’ ও যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে গঠিত ‘অভিযোগ কমিটি’র কার্যাবলি ও ইউএন উইমেন কুবির ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউএন উইমেনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক শারমিন রেজোয়ানা, ‘আমরাই পারি’এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুবিনুর রহমান এবং প্রোগ্রাম অফিসার মর্জিয়া প্রভা, ‘দৃষ্টি’ এর প্রজেক্ট অফিসার বিনা রাণী দত্ত ও কাজী আহমেদ জামিল রুকনসহ উইএন উইমেনের স্টুডেন্ট লিডার ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধকল্পে ইউএন উইমেন, আমরাই পারি প্রায়ই বিভিন্ন সচেতনতামূলক সভা সেমিনারের আয়োজন করে থাকে। এবারের সভাটি বাস্তবায়নে ‘দৃষ্টি কুমিল্লা’ সর্বাত্মক সহযোগিতা করে।