Tag Archives: কুমিল্লায় স্বামী-স্ত্রীর রোষানলে অসংখ্য পরিবার সর্বশান্ত

কুমিল্লায় স্বামী-স্ত্রীর রোষানলে অসংখ্য পরিবার সর্বশান্ত, বিচার চেয়ে মানববন্ধন

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা শহরের ১০ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার সিলভার মুন ফ্লাটের বাসিন্দা রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনি দম্পতির রোষানলের শিকার হয়ে আতংকে জীবনযাপন করছেন প্রায় শতাধিক পরিবার। এই এমন অভিযোগ এনে শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নির্র্যাতিত ও রোষানলের শিকার শতাধিক পরিবার।

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রেয়াজুল হক কাজল কুমিল্লার বি-পাড়া উপজেলার বড় ধুুশিয়া গ্রামের মৃত. আমির হোসেনের ছেলে।

নির্র্যাতিত পরিবারের সদস্যরা জানান, ঘন ঘন মামলা দিয়ে মানুষকে হয়রানি করাই এই দম্পতির কাজ। তাদের মামলা-অভিযোগ-নোটিশ থেকে রক্ষা পায়নি ভবন মালিক, শিক্ষক, ব্যাংকার, বিউটিশিয়ান, ব্যবসায়ি, পুলিশ, এমনকি বাড়ির দাড়োয়ানও। অনেকে নির্যাতনের শিকার হয়েও ভয়ে মুখ খুলছেন না। কারণ তাদের কাছে কিছু জানতে চাইলে তারা সাথে সাথে আদালতে গিয়ে মামলা ঠুকে দেন। কেউ কেউ প্রতিবাদ করে এই দম্পতির বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা দায়ের করলে এই দম্পতি আরো বেপরোয়া হয়ে উঠেন।

সিলভার মুুন ফ্লাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনে অতীষ্ঠ হয়ে স্থানীয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কাছে ১৮টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল- ফ্লাটের সকল সুযোগ-সুবিধা ভোগও করে সার্ভিস চার্জ না দেওয়া, ফ্লাট মালিকদের বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ দায়ের, লিফট ও জেনারেটর নষ্ট করার চেষ্টা, ফ্লাটের নিচতলার মালিক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে আসা, ছাদে তালা দিয়ে অন্যদের ব্যবহার করতে বাঁধা প্রদান, ফ্লাট মালিকদের গাড়িতে কঠিন ধাতব পদার্থ দিয়ে দাগ বসিয়ে দেওয়া, ভবনের প্রহরীর ব্যবহৃত মালামাল চুরি ও তাকে মামলা দিয়ে হয়রানি, রাতের আধারে অন্য ফ্লাটের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ করে তাদের বিদ্যুৎ সাশ্রয় করা, ফ্লাটের সিসি ক্যামেরায় কসটেপ লাগিয়ে সিসিটিভির কার্যক্রম বন্ধ করে দেয়া, ফ্লাটের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ প্রদানসহ নানা অনিয়ম ও নীতিবাচক কর্মকান্ড করেছে এই দম্পতি।

নির্যাতিতরা জানান, এই দম্পতি চলতি বছরের ২ জুন কোতয়ালী মডেল থানায় বি-পাড়া উপজেলার মো: ফারুক হোসেন, মো: আনোয়ার ও মো: জহিরের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে জিডি করেন। ২০২৩ সালে বি-পাড়া উপজেলার বড় ধুশিয়া গ্রামের মো: বোরহান উদ্দিন মোল্লা, মাইনুদ্দিন মোল্লা, সাহাব উদ্দিন মোল্লা, নিজাম উদ্দিন মোল্লার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মো: রেয়াজুল হক। ২০২১ সালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার খান মো: জাকারিয়া ও মো: আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন মো: রেয়াজুল হক।

কুমিল্লার সিলভার ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্জ ফারুক আহমেদকেও হয়রানি করেছেন এই দম্পতি। ফ্লাট কেনার নাম দিয়ে বকেয়া টাকা না দিয়ে দীর্ঘ সময় হয়রানি করেছেন এই দম্পতি। পরে তাদের বিরুদ্ধে চেক ডিস ওনার মামলাও করে ডেভেলপার কোম্পানি কর্তৃপক্ষ। এই বকেয়া টাকা এখনও ফেরত দেয়য়নি এই দম্পতি।
থাই-এলুমিনিয়াম ব্যবসায়ি বি-পাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মো: ফারুক হোসেন জানান, রেয়াজুল হক কাজল ২০১৯ সালে আমার কাছে ৫ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে ১০ লাখ টাকা নেয়। বাকি টাকার জন্য আমার কাছ থেকে ৩ টা ব্যাংক চেক নেয়। পরে ২০২১ সালে সাব কাবলা দলিল বুঝিয়ে দেয় আমাকে।
তখন আমি চেকগুলো ফেরত চাই। কাজল সাহেব পরে দিবে বলে চলে যায়। পরে আর ফেরত দেননি। এর ৬ মাস পরেই আমার বিরুদ্ধে ৩টি চেক ডিসওনারসহ ৬টি মামলা দায়ের করে। পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি। তিনি আমার কাছে দলিল ফেরত চান বার বার। এছাড়া ওই বসতভূমিতে দুই তলা দোকান সংস্কার ও মেরামতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে ২০১৯ সালে আমার কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার টাকা নিয়েছে। কিন্তু জায়গা বিক্রি করেন নি। পরে ২০২১ সালে শাহজালাল মামুন মারা যান। ফলে ওই টাকাও আমি ফেরত পাইনি। এখন আমি মামলা খেয়ে পথে পথে ঘুরছি। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ। তার প্রতারণায় আমি সর্বশান্ত।

হয়রানির শিকার ব্যবসায়ি কাজী জাকির হোসেন জানান, নগরীর পুলিশ লাইন এলাকায় যৌথ উদ্য্যোগে হোটেল করবে বলে আমার কাছ থেকে পৌণে ৪ লাখ টাকা নেয় রেয়াজুল হক কাজল। পরে দেখলাম সে প্রতারণা করছে। আমি টাকা ফেরত চাইলাম। সে অন্তত শতাধিক সময় দিয়েছে টাকা ফেরত দেওয়ার। কিন্তু এখনও টাকা ফেরত দেয়নি। এই দম্পতি প্রতারক। তাদের কাছে অনেকেই হয়রানির শিকার হচ্ছে।

থাই-এলুমিনিয়াম ব্যবসায়ি বি-পাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার বাসিন্দা মো: ফারুক হোসেন জানান, রেয়াজুল হক কাজল ২০১৯ সালে আমার কাছে ৫ শতক জমি বিক্রি করবে বলে বায়নাপত্র সূত্রে ১০ লাখ টাকা নেয়। বাকি টাকার জন্য আমার কাছ থেকে ৩ টা ব্যাংক চেক নেয়। পরে ২০২১ সালে সাব কাবলা দলিল বুুঝিয়ে দেয় আমাকে। তখন আমি চেকগুলো ফেরত চাই। কাজল সাহেব পরে দিবে বলে চলে যায়। পরে আর ফেরত দেননি। এর ৬ মাস পরেই আমার বিরুদ্ধে ৩টি চেক ডিসওনারসহ ৬টি মামলা দায়ের করে। পরে সামাজিকভাবে অনেকবার বসার চেষ্টা করা হলেও তিনি বসতে চাননি। তিনি আমার কাছে দলিল ফেরত চান বার বার। এছাড়া ওই বসতভূমিতে দুই তলা দোকান সংস্কার ও মেরামতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া তার ভাই শাহজালাল মামুনও জায়গা বিক্রি করবে বলে ২০১৯ সালে আমার কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার টাকা নিয়েছে। কিন্তু জায়গা বিক্রি করেন নি। পরে ২০২১ সালে শাহজালাল মামুন মারা যান। ফলে ওই টাকাও আমি ফেরত পাইনি। এখন আমি মামলা খেয়ে পথে পথে ঘুরছি। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ। তার প্রতারণায় আমি সর্বশান্ত।

এই দম্পতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত ২০২৩ সালের ১৬ ডিসেম্বর কোতয়ালি থানায় অভিযোগ করেন সিলভার মুুন ফ্লাটের বাসিন্দা মোহছেনা আক্তার মাহি। মারধর, লিফট ব্যবহার করতে না দেয়া, বাচ্ছাদের খেলা করতে বাধা প্রদান, গালমন্দের অভিযোগ আনা হয় রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মনির বিরুদ্ধে।

এই দম্পতি তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করছেন। বিগত বছরের ১০ অক্টোবর রেয়াজুল হক কাজলের ভাতিঝা মো: মাইনুদ্দিন মোল্লা বি-পাড়া থানায় লিখিত অভিযোগ করেন । ভুয়া কাগজপত্র বানিয়ে জায়গা দখলের চেষ্টা ও বার বার সন্ত্রাসী দিয়ে হুমকি-মারধরের চেষ্টার অভিযোগ এনে রেয়াজুল হক কাজলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভাতিঝা মাইনুদ্দিন মোল্লা।

কাজলের ভাতিঝা মো: মাইনুদ্দিন মোল্লা জানান, আমার চাচা রেয়াজুল হক কাজল উনার মায়ের মৃত্যুর পর মৃতমুখটি দেখতে আসেননি। মায়ের জানাজায় অংশগ্রহণ করেন নি। এমনকি উনার বোনকেও মিথ্যে অভিযোগে কারাবরণ করান।

মানববন্ধনে নির্যাতিত পরিবারের সদস্যরা প্রশাসনের দৃষ্টি কামনা করে এই মামলাবাজ, ভূমিদস্যু ও প্রতারক দম্পতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন, যাতে করে আর কেউ তাদের দ্বারা হয়রানির শিকার না হয়।