ইসতিয়াক আহমেদঃ
কুমিল্লায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ৯ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে র্যালী বের হয়ে কুমিল্লা টাউনহল মাঠে যেয়ে অবস্থান করে।
এই সময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়াসহ আরো অনেকে।
র্যালী শেষে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এবং কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া সহ আরো অনেকে।
আলোচনা সভা শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর নারীদের উন্নয়ন ও অধিকার নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করা হয় এবং তাদের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত করা হয়। শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।