Tag Archives: কুমিল্লায় নির্বাচনী তফসিল বাতিল

কুমিল্লায় নির্বাচনী তফসিল বাতিল

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

 

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২-এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এ তথ্য জানা যায়।

 

গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর চিঠিটি পাঠানো হয়।

 

৩০ ডিসেম্বর এ দুটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচন কমিশন প্রদত্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন।