শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা বলে তা করে থাকেন -সুজিত রায় নন্দী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলায় মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, শিক্ষার্থীদেরকে লেখা পড়া করলেই চলবে না, তাদেরকে সুশৃংখল শিক্ষা দিতে হবে। লেখা পড়া করে আজকের শিশুরা আগামী দিন দেশ ও জাতির সেবা করবে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে। প্রত্যেকটি কিন্ডার গার্টেনে ফিডিং প্রগ্রামের আওতায় আনার চেষ্টা করবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যা বলে তা করে থাকেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় হাইমচর মডেল স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় মাষ্টার মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি ইঞ্জিনিয়ার আঃরব ভ’ইয়া, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, মডেল স্কুলের প্রধান পৃষ্ঠাপোষকতা রফিকুল ইসলাম রনি, নজরুল ইসলাম, কিন্ডার গার্টেন সেক্রেটারি মোঃ দেলোয়ার মাষ্টার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মডেল কিন্ডার গার্টেন উপদেষ্টা মোঃ মনির হোসেন, মহিউদ্দিন, নাবির, কমিটির কোষাদক্ষ ওবায়দুল্লাহ লিটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

পরে দুপুর ১টায় হাইমচর মডার্ন শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে ও হাইমচর ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক মোঃ মোকলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজিতরায় নন্দী। এ ছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের শারিরীক পরিস্থিতির খোজ নিতে তার বাড়িতে গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ করেন। উপজেলা আ’লীগের সদস্য মফিজ আখনের পিতার কবর জিয়ারত করেন।

আর পড়তে পারেন