স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ১১টি আসনের মধ্যে অন্তত পাঁচটিতে এবার প্রার্থী পরিবর্তন করবে বিএনপি। এর মধ্যে কুমিল্লা-১ আসনের পাশাপাশি কুমিল্লা-২ আসনেও স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রার্থী হচ্ছেন। কুমিল্লা-২ আসনের সাবেক এমপি, স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার মারা গেছেন।
তাঁর পরিবারের সদস্যদের মধ্যে কেউ নির্বাচন করতে আগ্রহী নন। দলের কোনো ভালো প্রার্থীও নেই ওই আসনে। অন্যদিকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পলাতক থাকায় তাঁর পরিবারের যেকোনো একজন সদস্যকে মনোনয়ন দেওয়া হবে কুমিল্লা-৩ আসনে।
কারাগারে থাকায় কুমিল্লা-৪ আসন থেকে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে না পারায় ২০০৮ সালে মনোনয়ন দেওয়া হয়েছিল তাঁর স্ত্রী মাজেদা আহসানকে। কিন্তু এবারে মুন্সী নিজেই নির্বাচন করবেন। অবশ্য সমঝোতা হলে আসনটি ছেড়ে দেওয়া হবে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনকে।
এ এস এম আলাউদ্দিন ভূঁইয়ার বদলে কুমিল্লা-৫ আসনটি এবার ছেড়ে দেওয়া হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে। কুমিল্লা-৭ আসনের আগের প্রার্থী খোরশেদ আলম মারা গেছেন। ওই আসনটি শরিক দল এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে ছেড়ে দেবে বিএনপি।