স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের এক সন্তানের জনক মো:ফয়সাল হোসেন(২৮) নামের নসিমন চালক শুক্রবার রাতে বিষপানে আত্মহত্যা করে।শুক্রবার সন্ধ্যায় নসিমন চালক রহস্যজনক ভাবে তার নিজ ঘরে বিষপান করলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বুড়িচং থানার দেবপুর ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে প্রেরন করে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ও স্থানীয় সূত্র জানায়,উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো:আবুল কাশেমের ছেলে ৫ বছরের এক কন্যা সন্তানের জনক নসিমন চালক মো:ফয়সাল(২৮)গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ ঘরে বিষপান করে।বাড়ির লোকজন বিষের গন্ধ পেয়ে ফয়সালকে উদ্ধার করে রাত্র ১০ টার দিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।তবে কি কারনে, কেন বিষপানে আত্মহত্যা করলো তার কোন রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।স্থানীয় সূত্র জানায় তার স্ত্রী বেশ কিছুদিন ধরে শশুর বাড়ি চান্দিনা উপজেলার আড়ং এ অবস্থান করছে।খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাড়ির এস.আই ইকতার হোসেন লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।