Tag Archives: কুমিল্লায় বৃহস্পতিবারে ৫৭ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় বৃহস্পতিবারে ৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১১৯

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ বৃহস্পতিবারে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২২৪ জনে।

আজ নতুন কোনো মৃত্যু নেই।পূর্বের ৭ জন মৃতকে আজকের রিপোর্ট দেখানো হয়েছে। মৃতরা হলেন বরুড়ার ১ জন, চান্দিনার ১ জন, সিটি কর্পোরেশনের ২ জন, তিতাসের ১ জন, লাকসামের ১ জন ও আদর্শ সদরের ১ জন।ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৯ জন হলো।

আজকের রিপোর্টে ৯৩ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনে ৩৭ জন, মনোহরগঞ্জ ৩ জন, নাঙ্গলকোটে ৫ জন, বুড়িচংয়ে ২ জন, দেবিদ্বারে ২১ জন ও চৌদ্দগ্রামে ২৫ জন।

আজ আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৩ জন, চৌদ্দগ্রামে ৪ জন, দেবিদ্বারে ৭ জন, মুরাদনগরে ৬ জন, লাকসামের ৮ জন, নাঙ্গলকোটের ৬ জন, তিতাসের ৬ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিণে ১ জন ও আদর্শ সদরে ১ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৬০ জন, মুরাদনগর ২৬৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১১২ জন, লাকসামে ২৬৯ জন, চান্দিনায় ২১৫ জন, তিতাসে ১১৭ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৫৫ জন, বুড়িচংয়ে ১৯৩ জন, মনোহরগঞ্জে ১২৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৬০ জন, নাঙ্গলকোটে ২৩৫ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩৪ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৮৩ জন, আদর্শ সদরে ১৫৫ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ২৬৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৬২৫ জনের। এর মধ্যে ৪ হাজার ২২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১১৯ জন এবং সুস্থ হয়েছে মোট ২ হাজার ২১৭ জন।