শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৭
news-image

 

এম ডি আজিজুর রহমান,বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় আগানগর বিশ্ববিদ্যালয় কলেজ ১৯৯৫ সালে ২.০৫ জমির উপর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা হেদায়েত উল্লা ভূঞাঁ সহ স্থানীয় এলাকাবাসী ও কলেজ শিক্ষকদের প্রচেষ্টায় হাটি হাটি পা পা করে কলেজ থেকে ডিগ্রী ও বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। এখান থেকে ভালো ফলাফল করে অসংখ্য শিক্ষার্থী সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে কর্মরত রয়েছেন। ভালো ফলাফলের মধ্যে দিয়ে কলেজটি অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে। ইতিমধ্যে ব্যবস্থাপনা বিভাগ এর উপর অনার্স কোর্স চালু হয়েছে। ৪০ জন শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী দিনে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এ প্রতিষ্ঠানটি। আপনাদের সকলের সহযোগীতা পেলে কলেজটিকে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা সম্ভব বলে মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ শরীফুল ইসলামসহ উপস্থিত সকল শিক্ষক মত প্রকাশ করেন।

বুধবার (৬ ডিসেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে বরুড়ার কর্মরত সাংবাদিকদের সাথে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিবর্তন সম্পাদক, সহকারি অধ্যাপক, বাংলা বিভাগীয় প্রধান দিলীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া কন্ঠের সম্পাদক মোঃ ইউছুফ আলী, দৈনিক যুগান্তরের বরুড়া প্রতিনিধি শাহ আলম শফি, বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিএম মহসিন, নির্বাহী সদস্য মোঃ তাজুল ইসলাম, নিবার্হী সদস্য এমডি আজিজুর রহমান, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, বিল্লাল হেসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আবদুল হক, রাষ্ট্র-বিজ্ঞান বিভাগীয় প্রধান সালমা আক্তার প্রমুখ। এসময় কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন