Tag Archives: কুমিল্লায় ব্রাহ্মণপাড়া নির্বাচন অফিস প্রস্তুত

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া নির্বাচন অফিস প্রস্তুত

 

স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া নির্বাচন অফিস উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনের সব সরঞ্জাম পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, ব্রাহ্মণপাড়ায় ১ লক্ষ ৫২ হাজার ১শত ৮০ জন ভোটার। উপজেলায় ৫৬টি কেন্দ্রে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহণ করা হবে। ৩০৬টি বুথে ৫৬ প্রিজাইডিং অফিসার, ৩০৬ সহকারী প্রিজাইডিং এবং ৬১২ পুলিং তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ২ পুলিশ, ১২ আনসার ও ২ গ্রাম পুলিশ সর্বদা দায়িত্বে থাকবেন।

ব্রাহ্মণপাড়া ইউএনও ও সহকারী রিটানিং কর্মকর্তা ফৌজিয়া ছিদ্দিকা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে ব্রাহ্মণপাড়া প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী নির্বাচনের সরঞ্জাম পাঠানো হবে।