Tag Archives: দাউদকান্দির

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতকে অধিভূক্তির ঘোষণা

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতকে অধিভূক্তির ঘোষণা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার(২৩নভেম্বর) দুপুরে কলেজের নবীনবরণ অনুষ্টানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে যাচ্ছি, যতই হুমকি—ধমকি আসুক না কেন সংস্কার শেষ করবোই। কেনো সংস্কার করবো, জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার ৭০—৮০ভাগ সংস্কার হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গায় আমাদের সংস্কার দরকার। আমরা দুইটা জায়গায়তেই সংস্কার আনতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো বলেন, বিদেশ থেকে প্রতিবছর আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আসে, সেটাকে আমরা একশো বিলিয়নে নিয়ে যেতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর পাঁচ ছয় লক্ষ শিক্ষার্থী পাস করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করাতে পারি তাহলে সেটা আমরা ১০০ বিলিয়নে নিয়ে যেতে পারবো।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে দেশে সর্বক্ষেত্রে বৈষম্য হয়েছে। সেই বৈষম্য শিক্ষা প্রতিষ্টানও বাদ যায়নি। সেই বৈষম্য দূর করতে দাউদকান্দিও ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করছি। পরে স্নাতক শাখায় অধিভূক্ত করার চিঠি কলেজের প্রতিষ্টিাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের হাতে তুলেদেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের
সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডা: শরীফুল ইসলাম সাফিন।

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে লাশ হলেন দাউদকান্দির রিয়াদ ও সুমন

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে গিয়ে লাশ হলেন দাউদকান্দির রিয়াদ ও সুমন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরেছেন রিয়াদ (৩৫) ও তারিকুল ইসলাম সুমন(৩০) নামে দুই বন্ধু।

সোমবার সন্ধ্যায় দাউদকান্দি থেকে প্রাইভেটকারে পাঁচ বন্ধু মিলে রওনা দেন সুন্দরবনের উদ্দেশ্যে।

রাত তিনটার দিকে খুলনা—মাওয়া সড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় রিয়াদ ও সুমন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া আরো তিনজন হাবিবুর রহমান, সোহরাব হোসেন ও রাসেল আহম্মেদ আহত হয়েছেন।

রিয়াদের মৃত্যুর খবরে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা বেপারী বাড়ীতে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় রিয়াদ ইট বালুর ব্যবসা করতেন। আট বছরের মেয়ে তাহসিন ও চার বছরের ছেলে রাইয়ানকে বুকে জড়িয়ে কাদছেন সন্তান সম্ভবা স্ত্রী মৌসুমী আক্তার। তাদের কান্নায় দেখতে আসা স্বজনদের চোখের পানি ধরে রাখতে পারেনি।

একই দৃশ্য দেখা যায় দূর্ঘটনায় নিহত তারিকুল ইসলাম সুমনের উপজেলার বারপাড়া ইউনিয়নের মিয়াজী বাড়ীতে। চার ভাইয়ের মধ্যে তিন নম্বর সুমন। বাড়ীতে স্বজনদের আনাগোনা। ছেলেকে হারিয়ে মা নাসিমা বেগম নির্বাক ! বড় ভাই আল আমিন বলেন, বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরতে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়ে গেছে। আদরের ছোট বাইকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতেছিলাম। আর এখন লাশ হয়ে ফিরছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে খুলনা—মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রিয়াদ ও তারিকুল ইসলাম সুমন নিহত হয়েছেন। আহত হয়েছেন মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, তিতাস উপজেলার সোহরাব হোসেন ও দাউদকান্দির রাসেল আহম্মেদ। আহত তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী রিফাত ও দিনমজুর বাবুর লাশ উত্তোলন

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী রিফাত ও দিনমজুর বাবুর লাশ উত্তোলন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত(১৬) ও দিনমজুর বাবুর(২৩) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে শনিবার(২৬অক্টোবর) দুপুরে সুকিপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। রিফাত উপজেলার বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। সুন্দলপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । ওনদিন রাতেই মারা যায় রিফাত। পরদিন রিফাতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার।

গত ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে দাউদকান্দি মডেল থানার সামনে দিনমজুর মো.বাবু মিয়া(২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বাবু তুজারভাঙ্গা গ্রামের গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে।

এঘটনার ১৩দিন পর ১৮ আগষ্ট রিফাত হোসেনের মামা পরিচয়ে জনৈক আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইদিন থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত দিনমজুর বাবুর প্রতিবেশি লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এরপর গত ১ সেপ্টেম্বর রিফাত হত্যার ঘটনায় কুমিল্লার আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়। আদলাতে করা মামলার বাদি নিহত রিফাতের মা নিপা বেগম। তিনটি মামলাই সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর, উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের চার শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয় কতৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারুন উর রশিদ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেদওয়ান ইসলাম বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশ উত্তোলন করে কুমিল্লা মর্গে পাঠাবো। ময়নাতদন্তের পর আবার মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আর আসলে সেদিন কি ঘটেছিল ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দক্ষিণ আফ্রিকায় আপিংটন শহরে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

মঙ্গলাবার(২২অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী দেলোয়ার প্রধান (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

বুধবার(২৩অক্টোবর) সকালে দেলোয়ার প্রধানের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ‘সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। উঠানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বসে আছেন।

বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার । আমার আরেক ভাই মিজান ওখানে থাকে, সে দেলোয়ারকে নিয়েছে। এর মধ্যে দেলোয়ার কয়েকবার দেশে এসেছিল। ওইখানে দেলোয়ার আলাদা নিজে দোকান দিয়েছিল। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক আমার ভাইয়ের দোকানে বাইরে থেকে সদাই কিনতে টাকা দেয়। ভাই দোকান থেকে সদাই নিয়ে তার হাতে দেয়ার সময় আমার ছোট ভাইয়ের পেটে গুলি করে দেয়। এতে কয়েকফুট দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই দেলোয়ার।

পরিবার থেকে জানা যায়, ২০১০ সালে পাশের তিতাস উপজেলার নাগেরচর গ্রামে বিয়ে করেন দেলোয়ার। বিয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকা যায় দেলোয়ার। বার বছরের আল জামি নামে এক ছেলে গৌরীপুরের ভয়েজার স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেকে লেখা পড়া করানোর জন্য গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাবানা বেগম।

শাবানার ছোট বোন খালেদা আক্তার বলেন, রাত দুইটার সময় দুলাভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় আমার বোন। রাতেই বোনকে নিয়ে আমাদের বাড়ী নাগেরচর চলে যাই। তিনি জানান, আমার আপন ভাই এবং দুলাভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই।

নিহতের মা মমতাজ বেগম ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন তালুকদার উপজেলার বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জায়গীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মনির তালুকদার ৯০দশকে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ হয়েছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত গমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি, সকলের সহযোগিতায় দাউদকান্দি উপজেলাকে একটি জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে।

তিনি বলেন, আমি এখানে যোগদান করেছি মাত্র চার কর্মদিবস। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, দাউদকান্দিতে এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাঈমা ইসলাম গত ১৯ সেপ্টেম্বর যোগদান করেছেন।