Tag Archives: নদীতে চাঁদাবাজি

মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে মো. জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯মার্চ) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল কুমিল্লার লক্ষণখোলা দক্ষিণপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।

এস আই মো. নাজিম উদ্দিন জানান, সিলেট থেকে দাউদকান্দিগামী সিলেকশান বালু বোঝাই বোটে অবস্থানরত লোকজনদের মারধর করে জোরপূর্বক টাকা আদায় করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েলকে গ্রেপ্তার করি।

এ সময় অপর আসামি মো. ফাহিম (২১) ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পালিয়ে যায়। জুয়েলকে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।