Tag Archives: নষ্ট করা হয় ভেজাল খাদ্য ও মেয়াদহীন পণ্য

বরুড়ায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান, নষ্ট করা হয় ভেজাল খাদ্য ও মেয়াদহীন পণ্য

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় পৌরসদর বাজারের কানাই পোদ্ধার স্টোর, মা বাবার দোয়া স্টোর, হাজী রফিকুল আমিন স্টোর, দেলোয়ার স্টোর, এস এস ভেরাইটিস স্টোর, সেমাস স্টোর, মৃদুল পোদ্ধারে মোদি দোকানসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য ও মেয়াদহীন পণ্য জব্দ করা হয়।

বুধবার (২২ মে) বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীর নির্দেশে  হাইর্কোটের নিষিদ্ধ মানহীন ৫২টি পণ্য ও ভেজাল খাদ্য, মেয়াদহীন পণ্যের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন, বরুড়া পৌরসভা সেনিটেশন ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) হারাধন বাবু ও টিকাদানকারি  স্বাস্থ্য শাখা সহকারী হেলাল মিয়া।

জব্দকৃত পণ্য বৃহস্পতিবার (২৩ মে) বরুড়া পৌরসভা ভবনের মাঠে রোলার দিয়ে পিশে নষ্ট করা হয়।

এ বিষয়ে পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী জানান, ভেজাল খাদ্য ও নিষিদ্ধ ৫২ টি পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।