কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপিতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মোঃ শাহাজাহান নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢালুয়া ইউপির চিড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চিড়রা গ্রামের মৃত.বাচ্চু মিয়ার ছেলে মোঃ শাহাজাহানকে কুপিয়ে জখম করে।আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,তার অবস্থার অবনতি ঘটলে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্র জানায়,জমি নিয়ে শাহাজাহানের সাথে ওই গ্রামের মৃত. মধূ মিয়ার ছেলে বাবুল, অহিদ,মান্নান,সেলিম, শহীদের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো, বৃহস্পতিবার সন্ধ্যায় খড়ের গাদায় আগুন দেখে শাহাজাহান চিৎকার দিয়ে রাস্তায় এসে গ্রামবাসীর সহযোগিতা চায়। এ সময় বাবুল গংরা ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলঅ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। তাদের আগুনে পুড়ে যায় শাহজাহানের গরু খামারের গোখাদ্য। এর আগে শনিবার সকালে বাড়ি-ঘর ভাংচুর করে, দুইজনকে মারধর করে । রাতেই নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।