Tag Archives: নিরাপত্তা নিয়ে

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের জীবনে চলতি বছরের এপ্রিল মাসে ঘটে যাওয়া এক গুরুতর ঘটনা তার জীবনকে আরও শঙ্কার মধ্যে ফেলে দেয়। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে দুষ্কৃতকারীদের গুলির ঘটনা, তাকে ও তার বাবাকে করা একাধিক হত্যার হুমকি, এবং অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড—সবকিছু মিলিয়ে সালমান খান এখন গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যার দায় স্বীকার করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতা কেন্দ্র করে বারবার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সালমান খান সম্প্রতি ‘বিগ বস ১৮’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার সময় নিজের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনে এখন চরম কঠিন সময় চলছে এবং তাকে প্রতিনিয়ত এই ঝুঁকি সামলে চলতে হচ্ছে। তিনি তার শুটিংয়ের প্রতিশ্রুতির কারণে কাজ থেকে বিরত না হওয়ার কথা বললেও, তার পরিবার বিশেষ করে মা-বাবা উদ্বিগ্ন হয়ে আছেন।

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালের অক্টোবরে, যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায়। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে তাদের ধর্মীয় প্রতীক হিসেবে দেখে এবং এর সুরক্ষা তাদের ধর্মীয় দায়িত্ব। সেই থেকেই লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং সালমানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছে। এমনকি, ২০১৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালীন লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমানকে হত্যার শপথ নেয়।

বর্তমান পরিস্থিতিতে সালমান তার নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছেন। কয়েক কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন এবং তার নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তবুও, প্রতিনিয়ত তার প্রতি আসা হুমকি ফোন ও মেসেজের ফলে তার জীবন এখন চরম সংকটে রয়েছে।

সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু তার জীবনের এই অন্ধকার অধ্যায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে চলমান শত্রুতা তার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।