Tag Archives: ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার:

বন্যার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, গোমতী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবু অনেক শিক্ষার্থী এখনও বিদ্যালয়ে ফিরছে না। এ পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়, যাতে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার আগ্রহ বাড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানির বোতল, জেরিকেন জার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার সাবান, টাওয়েল এবং ফার্স্ট এইড সামগ্রী হিসেবে স্যাভলন ও ডেটল সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসছে না। শিক্ষার্থীদের ফেরাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের বাড়ি গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।