আনোয়ারুল ইসলাম :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তে ঘরবন্দি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা ১২ টায় ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরুত্ব বজায় রেখে ১শ পরিবারের মাঝে বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন, সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) কুমিল্লা সেক্টরের উপ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, শশীদল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম।
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, শশীদল বিওপির নায়েক শেখ ফরিদ, নায়েক আক্কাস ও সিপাহী মমিনুল ইসলাম, শশীদল ইউপির সচিব জাহাঙ্গীর আলম, মাসুম আহাম্মেদ মেম্বার উপস্থিত ছিলেন।