Tag Archives: ব্রাহ্মণপাড়ায় একই পরিবারের ৬ জনসহ ১৮ জন গ্রেফতার

কুমিল্লায় একই পরিবারের ৪ আসামীসহ গ্রেপ্তার- ৫

 

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

 

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ এর নির্দেশে থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে একটি মারামারি মামলার ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামী উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ ইব্রাহিম ও তার ৩ ছেলে মনির হোসেন, মোঃ শাহজাহান ও মোঃ ফারুককে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

একই পুলিশের দল চান্দিনা সদরের মৃত আক্কাস আলীর ছেলে আবদুল কুদ্দুসকে ১ কেজী গাঁজাসহ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণপাড়ায় একই পরিবারের ৬ জনসহ ১৮ জন গ্রেফতার

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একই পরিবারের ৬ জন আসামীসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়াও একইদিনে পুলিশ এক কেজি গাঁজাসহ মোঃ আলম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির এর নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস, এস আই যুযুৎসু যশ, এস আই সফিকুর ইসলাম, এস আই মামোনুর রশিদ, এস আই বাবুল হোসেন, এস আই রাজু আহাম্মেদ, এস আই আব্দুল কুদ্দুছ, এস আই আমিনুর রহমান, এএস আই আজিজুর রহমান, এএস আই মাঈনুল হক, এএস আই বিপুল চন্দ্র রায়, এএস আই দিপংকর দাস, এএস আই নুরুল আমিন, এএস আই কৃষ্ণ সরকার, এএস আই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চান্দলা, শশীদল , নাইঘর, অলুয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার নাগাইশ গ্রামের সরাফত আলীর ছেলে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাদেক মিয়া (৪৫), নাইঘর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আক্তার হোসেন (৩৫), নারায়নপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জমসেদ (৩৫), একই গ্রামের মৃত খালেকের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জসিম (৫০), অলুয়া গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আব্দুর রশিদ (৫০), একই গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আব্দুল খালেক (৫৩), নাগাইশ গ্রামের হাজী বন্দে আলীর ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (৫০), ব্রাহ্মণপাড়া (আট্টিকিল্লাপাড়া) গ্রামের আঃ মজিদের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মনির হোসেন, দক্ষিণ শশীদল গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আলীম (২৩), দক্ষিণ চান্দলা গ্রামের তজু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী স্বপন মিয়া (৩২), উত্তর চান্দলা গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জসিম (৩২) কে গ্রেফতার করা হয়। এছাড়াও একই দিন রাতে চান্দলা ধলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী মোঃ হামিদুল হক (৬০), তার স্ত্রী খোদেজা বেগম (৩৫), তার ছেলে এমরান হোসেন (২৮), তার আরেক ছেলে একরাম হোসেন (২৫) ও এমরান হোসেনের স্ত্রী জোসনা বেগম (১৫) এবং একরাম হোসেনের স্ত্রী লিজা আক্তার (২২) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে একইদিন দুপুরে থানার এস আই মামোনুর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সাহেবাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঐ এলাকা থেকে দাউদকান্দি উপজেলার উদয়খোলা গ্রামের মিজি বাড়ির মৃত আব্দুল কাদেরে ছেলে মোঃ আলম (২৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।