স্টাফ রিপোর্টারঃ
২ জুলাই মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জন্ম সনদ নকল করে মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অভিভাবক। খবর পেয়ে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয় প্রশাসন।
সরজমিনে ঘুরে এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে (১৫) তার পিতা মাতা জন্ম সনদ নকল করে বাল্য বিবাহ দেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে।
এই বিষয়ে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিবাহ বন্ধ করে দেয়। পরে স্কুল ছাত্রীর পিতা মাতার নিকট হতে প্রাপ্ত বয়সের পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে ভবিষৎতের জন্য সতর্ক করে দেন। এসময় সাথে ছিলেন ব্রাহ্মণপাড়া থানার এস আই যুযুৎসু যশ চাকমা ও এএস আই বিপুল চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল।