বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেশি দামে বিক্রি: কু‌মিল্লা নগরীতে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

রমজা‌নের ৭ম দি‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার রানীর বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করে  ৫ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়।

এ সময় বে‌শি দা‌মে চি‌নি বি‌ক্রি করায় মেসার্স রাজ রা‌জেশ্বরী ট্রেডার্সকে ৩হাজার টাকা, মূল‌্য তা‌লিকা হালনাগাদ না করায় মেসার্স এইচ এম জে এন্টারপ্রাইজ‌কে ১ হাজার ৫শ টাকা, বে‌শি দা‌মে ছোলা বি‌ক্রি করায় জ‌হির ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা না রাখায় মা‌য়ের দোয়া সোনালী প‌ল্ট্রি হাউজ‌কে ২ হাজার টাকা, এবং বে‌শি দা‌মে চি‌নি ও ছোলা বি‌ক্রি করায় দে‌লোয়ার স্টোর‌কে ৩ হাজার টাকাসহ আজ মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়।

শনিবার সকাল ১০টা থে‌কে বেলা সা‌ড়ে ১২টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লনা করা হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন এবং স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, রানীর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নের্তৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

আর পড়তে পারেন