ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে।
শনিবার বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত দু’দিন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, গত বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাশানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের ওই ছেলে শিশুটি পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির আজ মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, শিশুটি হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। তার নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।