সালাউদ্দিন সোহেল :
কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আল হাজ্ব মনিরুল হক চৌধুরীর নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যুবদলের নেতাকর্মীদের তত্বাবধানে গুইংগাজুড়ি খালের সংস্কার ও কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম চলে।
সদর দক্ষিণ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গুইংগা জুড়ি খালের মধ্য অতিরিক্ত কচুরিপানা থাকার ফলে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। যার ফলে বন্যার পানি সরে যাওয়ার ধীরগতি ও আমন ধান চাষের অনিশ্চয়তা। অতিরিক্ত কচুরিপানা জমে থাকার কারণে খালের তলদেশে পলি জমে ধীরে ধীরে খালটি ভরাট হয়ে আসছে। এছাড়াও কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বজ্য এই খালটি দিয়ে প্রবাহিত হওয়ার ফলে খালের পানি বিষাক্ত হয়ে মাছ এবং অন্যান্য জলজ উদ্ভিদ প্রায় বিলুপ্তির পথে।প্রবাহমান এই খালটির পরিবেশ ভারসাম্য টিকিয়ে রাখতে গেল কয়েক বছর আগে কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য আল হাজ্ব মনিরুল হক চৌধুরী মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছিলেন জেলা প্রশাসক সিটি মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। এছাড়াও কুমিল্লার প্রতিটি প্রোগ্রামে এ খালটিকে রক্ষা করার জন্য তাগিদ দিয়ে আসছেন বিএনপির এ সাবেক এমপি।
গত মঙ্গলবার সদর দঃ উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসন করে রোপা আমন চাষের লক্ষ্য সেচ্ছায় গুইংগাজুড়ি খালের সংস্কার ও কচুরি পানা পরিষ্কার উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী তার দলের সকল নেতাকর্মীদেরকে যুবদল নেতা দিদারুল আলম মজুমদার রুবেল, তারিফুল ইসলাম, মানিক মিয়া, জহিরুল ইসলাম এর নেতৃত্বে স্বেচ্ছায় গুইংগাজুড়ি খালের সংস্কার এবং কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দেন।অনুষ্ঠানে সাবেক এমপি আরো বলেন এ খালের জিরো পয়েন্ট থেকে শুরু করে ডাকাতিয়া নদী পর্যন্ত একটি কচুরিপানা থাকা পর্যন্ত তাদের এ কার্যক্রম চলমান থাকবে।মনিরুল হক চৌধুরীর নির্দেশের পর থেকেই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপি ও অন্যান্য অংগ সংগঠনের হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করে গুইংগাজুড়ি খালের সংস্কার ও কচুরিপানা পরিষ্কারের কার্যক্রমে।