স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে রোববার বিকেলে ১০ টাকা কেজির চাল চুরির অভিযোগে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
মনোহরগঞ্জের ইউএনও শামিম বানু শান্তি বলেন, দরিদ্রদের জন্য সরকারের দেয়া ১০ টাকা কেজির চাল চুরির অভিযোগ পেয়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা ও একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় চুরি হওয়া ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।