শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতার আহ্বান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৬

সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম ও অঙ্গীকার আমরা করেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন ব্যাপার।’

এ সময় সেখানে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিল্পবিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া চিনু প্রমুখ।

এ সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শ্রদ্ধা জানায়।

আর পড়তে পারেন