Tag Archives: মাদককারবারী

কুমিল্লায় মদকদ্রব্যসহ

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

শাহ ইমরান:

কুমিল্লায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদককারবারীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কটকবাজার পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে, চাঁনপুর মসজিদ এলাকায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ ১টি সিএনজি ও ১ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে আটক করা সিএনজি এবং মাদকদ্রব্যের মূল্য মোট ৬ লক্ষ ৬৮ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।

এটি বিজিবির মাদক এবং চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।