Tag Archives: মায়ামির জয়

সুয়ারেজের গোলে

সুয়ারেজের গোলে মায়ামির জয়

সুয়ারেজের গোলে মায়ামির জয়

ডেস্ক রিপোর্ট:

চোট থেকে ফিরে আরও আগ্রাসী মেজাজে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পরপর দুটি ম্যাচে হ্যাটট্রিক করে তিনি রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন। এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও দর্শকদের নজর ছিল আর্জেন্টাইন মহাতারকার দিকে। তবে এদিন গোল পাননি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়। কিন্তু এতে ইন্টার মায়ামির জয় থেমে থাকেনি। ২-১ গোলে জয় তুলে নিয়ে প্লে-অফে নিজেদের প্রথম জয় পায় মায়ামি, এবং তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেসির দল।

ইন্টার মায়ামির ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে দলটির জয়ের দুটি গোল করেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। নিজে গোল করতে না পারলেও দ্বিতীয় গোলটি এসেছে মেসির অ্যাসিস্ট থেকেই, যার ফলে ম্যাচটি জয় করে মাঠ ছাড়ে মায়ামি।

ম্যাচ শুরু হয় লুইস সুয়ারেজের দ্রুত গোলের মাধ্যমে। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, এবং ৭ মিনিটে মেসির একটি শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান না ঠেকালে তখনই ব্যবধান আরও বাড়াতে পারত মায়ামি।

২৬ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছান মেসি, কিন্তু গুজান তার প্রচেষ্টা প্রতিহত করেন। মায়ামি ব্যবধান বাড়াতে না পারলেও, ৩৯ মিনিটে স্রোতের বিপরীতে গোল করে সমতা ফেরায় আটলান্টা, এবং প্রথমার্ধ সমতায় শেষ হয়।

বিরতির পর মায়ামি একের পর এক আক্রমণ চালায়। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করা আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসির পাস থেকে আলবা গোল করে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।

তিন ম্যাচের প্লে-অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।