Tag Archives: মায়ামির

মেসির গোলেও সেমিতে

মেসির গোলেও সেমিতে যাওয়া হলো না মায়ামির

মেসির গোলেও সেমিতে যাওয়া হলো না মায়ামির

ডেস্ক রিপোর্ট:

এমএলএসের তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যে আগের দুই ম্যাচে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি হয়ে উঠেছিল সেমিফাইনালে ওঠার লড়াই। মেসি সেই ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত তার দল ইন্টার মায়ামি ৩-২ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই প্লে-অফ থেকে বিদায় নেয়।

প্রতিপক্ষ আটলান্টার মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে ইন্টার মায়ামি এগিয়ে যায়। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ১৯ থেকে ২১ মিনিটের মধ্যে আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে পরপর দুই গোল করে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে দেন।

প্রথমার্ধের শেষে আটলান্টা ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির কোচ জেরার্ড মার্তিনো একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন, যা দলের খেলায় গতি যোগায়। ৬৫ মিনিটে মার্সেলো ভাইগান্টের ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁয়ে গোল করে মেসি ম্যাচে সমতা ফেরান।

মেসির গোলের পরেই আটলান্টার গোলকিপার ব্র্যান্ড গুজান বল নিয়ে সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, যা খেলার কিছুক্ষণ বাধাগ্রস্ত করে। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল ইন্টার মায়ামির স্বপ্ন ভেঙে দেয় এবং আটলান্টা ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে ইন্টার মায়ামি মরিয়া হয়ে চেষ্টা চালালেও আর পেরে ওঠেনি।

এই জয়ের মাধ্যমে আটলান্টা ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং প্রতিপক্ষ হিসেবে অরল্যান্ডো সিটিকে পেয়েছে। আগামী ২৪ নভেম্বর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মেসির হ্যাটট্রিকে মায়ামির

মেসির হ্যাটট্রিকে মায়ামির ঐতিহাসিক জয়

মেসির হ্যাটট্রিকে মায়ামির ঐতিহাসিক জয়

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে অসাধারণ সময় পার করছেন। চার দিন আগেই জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি, এবার সেই ছন্দ ধরে রেখেছেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে মায়ামিকে ৬-২ গোলে জেতাতে বড় ভূমিকা রেখেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

শনিবার (১৯ অক্টোবর) ফ্লোরিডার চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির পারফরম্যান্সের ওপর ভর করে মায়ামি নতুন রেকর্ড গড়েছে। এই জয়ে মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করেছে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে, ২২ জয়, ৪ হার ও ৮ ড্রয়ের ফলে তারা ২০২১ সালে নিউ ইংল্যান্ডের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভেঙেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি, তবে শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২ মিনিটেই লুসা লাঙ্গোনির গোলে নিউ ইংল্যান্ড এগিয়ে যায়। এরপর ম্যাচের ৩৪তম মিনিটে আরও একটি গোল করে নিউ ইংল্যান্ড, ফলে মায়ামি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে, এরপর ম্যাচের গতিপথ পাল্টে যায়।

৪০ ও ৪৩ মিনিটে লুইস সুয়ারেজের জোড়া গোলে মায়ামি সমতায় ফেরে। প্রথমার্ধে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঞ্জামিন ক্রিমাচি মায়ামির হয়ে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। এরপর নিউ ইংল্যান্ড আর কোনো সুযোগ পায়নি।

৭৮ থেকে ৮৯ মিনিটের মধ্যে মেসি তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং মায়ামির বড় জয় নিশ্চিত করেন। এই ম্যাচের মাধ্যমে মেসি মায়ামির হয়ে প্রথম হ্যাটট্রিক করেন এবং ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হন। তিনি মায়ামির হয়ে ৩৩ গোল করেছেন, যা আগে ছিল গঞ্জালো হিগুয়েনের। মেসি তিনটি ভিন্ন দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন—বার্সেলোনার হয়ে ৬৭২টি, আর্জেন্টিনার হয়ে ১১২টি, আর মায়ামির হয়ে ৩৩টি গোল করেছেন।