রতন টাটার সম্ভাব্য উত্তরসূরি কে এই মায়া টাটা?
ভারতের অন্যতম শীর্ষ ধনী রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৬ বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটে।
তার মৃত্যুর পর, সবাই এখন জানতে চাচ্ছেন কে হচ্ছেন নিঃসন্তান রতন টাটার উত্তরসূরি। বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে, যেমন: লিয়া টাটা, মায়া টাটা এবং নেভিল টাটা। তবে তাদের মধ্যে মায়া টাটা বেশ এগিয়ে রয়েছেন, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কে এই মায়া টাটা?
রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার মেয়ে মায়া টাটা ৩৪ বছর বয়সী। তিনি তার ভাই-বোন লিয়া এবং নেভিলের সঙ্গে টাটা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ডে কাজ করছেন।
মায়ার মায়ের বংশও ধনী ও প্রভাবশালী। তার মা আলু মিস্ত্রি, যিনি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোন ও প্রয়াত পালোনজি মিস্ত্রির মেয়ে।
ভাই-বোনের মধ্যে মায়া সবচেয়ে ছোট। তবে টাটা গ্রুপে তার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি যুক্তরাজ্যের বেইস বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে পড়াশোনা করেছেন।
টাটায় মায়ার পথচলা
মায়া তার পেশাগত যাত্রা শুরু করেন টাটা ক্যাপিটালের অধীনে একটি নেতৃস্থানীয় প্রাইভেট ইক্যুইটি ফান্ড, টাটা অপরচুনিটিজ ফান্ড দিয়ে। পরে তিনি টাটা ডিজিটালে চলে আসেন, যেখানে টাটা নিউ অ্যাপ চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টাটা অপরচুনিটিজ ফান্ডে থাকাকালীন মায়া ব্যবস্থাপনা ও বিনিয়োগকারীদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে, তিনি ২০১১ সালে রতন টাটার উদ্বোধন করা কলকাতায় একটি ক্যান্সার হাসপাতাল পরিচালনাকারী টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের অপারেশন তত্ত্বাবধানকারী ছয় বোর্ড সদস্যের একজন।