জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয় গৌরীপুরে সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে শাহ আলম সরকার বলেন, একটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইলিয়টগঞ্জ বাজার ইজারার বিষয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই এবং এসবের কোন ভিত্তিই নেই । কারন উপজেলা প্রশাসন এবার স্বচ্ছতার সহিত হাট বাজার ইজারা সম্পন্ন করেছে। আর ইলিয়টগঞ্জ বাজারের পাঁচজন ব্যবসায়ী দরপত্র দাখিল করেছেন। সর্বোচ্চ দরদাতা বাজার ইজারা পেয়েছেন।
তিনি আরো বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে। তাদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি অচিরেই আইনগত ব্যবস্থা নিতে প্রশাসেনের স্বরণাপন্ন হবেন বলে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের জানান।