Tag Archives: যুবককে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া বাড্ডা গ্রামের আবু কালামের একমাত্র ছেলে। এ ঘটনায় নিহতদের বোন পপি আক্তার আজ রোববার (২১ এপ্রিল) সকালে নবীনগর থানায় অনিক মিয়া নামের একজনকে প্রধান আসামি করে এজাহারভুক্ত ২১ ও অজ্ঞাতনামা আর ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে বাড্ডা গ্রামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে এক তরুণী বেড়াতে এলে তার সঙ্গে মামলার প্রধান আসামি অনিক ও তার বন্ধুরা সম্পর্ক তৈরির চেষ্টা করেন। অপরদিকে একই মহল্লার সাইফুল, জিহাদ, তারেক ও তার বন্ধুরাও ওই মেয়ের সঙ্গে কথা বলতেন। কিন্তু ওই তরুণীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন আসামিপক্ষের শাহ আলম মিয়ার ছেলে সোহেল মিয়া। এ নিয়ে শুক্রবার হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন বাদশা ছিলেন মির্জাচর এলাকায় একটি বিয়ের দাওয়াতে।

এদিকে হাতাহাতির বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য গ্রামের মাতব্বরদের জানানো হলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। পরদিন শনিবার সন্ধ্যার পর আসামিপক্ষের লোকজন বাড্ডা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে চা খাওয়ার নাম করে ওই মেয়ের খবর নিতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে সাইফুল আহত হন। এটা দেখে বাদশা চিৎকার দিলে হামলাকারীরা বাদশা মিয়ার ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এরপর তারেক ও জিহাদকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে রক্তশূন্যতায় বাদশা মিয়া মারা যান।

নবীনগর থানা পুলিশের ওসি মাহবুব আলম জানান, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

চৌদ্দগ্রামে শালিশী বৈঠকে হামলা, যুবককে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে শালিশী সভায় হামলার ঘটনায় আহত ওয়াসিম (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন নিহত ওয়াসিমের বড় বোন রিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, লনিশ্বর গ্রামের এছাক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ঘরের মেঝে পাকা করতে স্থানীয় কালাম মজুমদার মার্কেটে অবস্থিত ওয়াসিমের বড় ভাই শহীদের রড সিমেন্ট দোকান থেকে ১০ বস্তা সিমেন্ট, এক গাড়ি বালু ও ৫০০ ইট ক্রয় করে। সাদ্দাম হোসেন গত ৩০ এপ্রিল সিমেন্ট, বালু ও ইট বাবদ ১৭ হাজার টাকা শহীদকে দেওয়ার জন্য রিপন নামে এক যুবককে টাকা দেন। কিন্তু রিপন টাকাগুলো শহীদকে না দিয়ে আত্মসাত করায় উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এ ঘটনায় ২৮ জুন মঙ্গলবার রাতে লনিশ^র গ্রামে একটি শালিশী সভা হয়। সভায় টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ঘর বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে ওয়াসিমসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহত ওয়াসিমকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিলে পরিবারের সদস্যরা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। ওয়াসিমের পাঁচ বছর ও আড়াই বছর বয়সী দুইটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার বলেন, লনিশ্বর গ্রামের সাদ্দাম গংরা পূর্ব পরিকল্পনা করে শালিশী সভার আয়োজন করে। এর আগে তারা পার্শ্ববর্তী শুভপুরের পাশাকোট গ্রাম থেকে বেশ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জড়ো করে রাখে। বিষয়টি ওয়াসিমরা জানতো না। সভাটি একটি নাটক মাত্র। এখানে গ্রাম্য কোন সমাজপতি ছিল না। সভা শুরু হওয়ার সাথে সাথে কথা কাটাকাটির জের ধরে ওয়াসিমকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মুমুর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ৬ দিন চিকিৎসা শেষে সোমবার রাতে সে মারা যায়।

ওয়াসিমের বড় বোন রিনা আক্তার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা মঙ্গলবার বিকেলে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত যুবক ওয়াসিমের মৃত্যুর সংবাদ পেয়েছি। এখনও এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।