শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় মৎস্য ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়াঃ
ব্যবসায়ে লোকসান ও ঋণগ্রস্ত হয়ে মানসিক ভাবে বিপর্যস্ত পাঁচ সন্তানের জনক এক মৎস্য ব্যবসায়ী বাড়ীর পাশে কড়–ই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তার ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামে। থানা সূত্রে জানা যায়, উপজেলার বাগড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৎস্য ব্যবসায়ী মৃত বাবলু মিয়ার ছেলে ইদ্রিস মিয়া প্রকাশ ধনু মিয়া (৫০)কে গতকাল মঙ্গলবার সকালে বাড়ীর লোকজন ও এলাকাবাসী কড়–ই গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সোমবার রাতে সে রাতের খাবার খেয়ে রাত ৯টায় বাড়ী থেকে বের হয়ে যায়। মৎস্য চাষী হবার সুবাদে সে প্রায়ই রাতে ঘরের বাইরে থাকত। খবর পেয়ে গতকাল দুপুরে থানার এসআই কবির হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে কড়ই গাছ থেকে মৃত মৎস ব্যবসায়ীর লাশ মাটিতে নামিয়ে থানায় নিয়ে আসে। সে পাঁচ সন্তানের জনক ছিল। পরিবারের লোকজন জানায়, ব্যবসায় লোকসান হয়ে ঋণগ্রস্ত হবার কারনে বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভাবে অসুস্থ্য ছিল। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন