Tag Archives: লাখ টাকা জরিমানা

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

কুমিল্লার পদুয়ারবাজারে ভুয়া ডাক্তার আটক , লাখ টাকা জরিমানা

 

সেলিম সজীবঃ

কুমিল্লা পদুয়া বাজার এলাকায় এক ক্লিনিক ভুয়া ডাক্তারকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্কও করে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লা ভ্রাম্যমাণ আদালতে তারা চিকিৎসকের সনদ ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।