Tag Archives: শারীরিক অবস্থা অপরিবর্তিত

এরশাদের অবস্থা শঙ্কাজনক, শারীরিক অবস্থা অপরিবর্তিত

ডেক্স রিপোর্টঃ

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে তিনি শঙ্কামুক্ত নন। এখন ঘুমিয়ে আছেন। যে কোনো সময় তার শারীরিক পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে।

শনিবার (৬ জুলাই) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হুসেইন মুহম্মদ এরশাদের সহোদর জিএম কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

উল্লেখ্য, গত ২৬ জুন আকস্মিকভাবে এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে।

৯০ বছর বয়সী এই সাবেক রাষ্ট্র প্রধান ও বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা নানা বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছেন।