Tag Archives: শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হত্যাকান্ডের

শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হত্যাকান্ডের মাস্টারমাইন্ড তপন ঢাকায় গ্রেপ্তার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে চাঞ্চল্যকর দিনমজুর আলমগীর হোসেন হত্যা মামলার আসামি মাস্টারমাইন্ড মোঃ তাজুল ইসলাম তপনকে ঢাকা থেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। ওই হত্যাকাণ্ডের মূল আসামিকে আটক করতে চাঁদপুর পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে আধুনিক ডিভাইস ব্যবহার করে আইনি ব্যবস্থা ও জাল পেতে রাখে। অবশেষে গত ২৪ জুন মঙ্গলবার দিবাগত রাতে তপন ছদ্মবেশে ঢাকার উত্তর খানে হকারি করে জুতা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। ওই রাতে পুলিশ বিশেষ ব্যবস্থায় শাহরাস্তি মডেল থানায় নিয়ে আসে তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার।

এ বিষয়ে পুলিশ জানায়, গত বছরের ১৭ মার্চ রাত ৮ টার সময় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ের মনিপুর গ্রামের সোলেমান মাস্টার (বেপারী বাড়ির) সৌদি আরব প্রবাসী মানিকের বাসার ছাদে রমজানের সময় মামলার ১নং আসামি মাহমুদা আক্তার সোনিয়া তার মামা শ্বশুর তপনের যোগসাজসে আলমগীরকে গলা কেটে হত্যা করেন।

ওই হত্যাকান্ডের পর মামলার দুই নম্বর আসামি তপন আত্মগোপনে চলে যায়। অভিযুক্ত তপন ওই ইউনিয়নের খিতারপাড় গ্রামের মোহাম্মদ শামসুল হকের পুত্র। হত্যাকান্ডের শিকার আলমগীর একই গ্রামের নতুন বাড়ির মৃত শহীদ উল্লাহর পুত্র। নিহতের স্ত্রী জানান, পরকীয়ার প্রশ্নই আসেনা, তার স্বামী ছিল একজন নম্র ভদ্র মানুষ। প্রচারণার কাজে ব্যবহৃত মাইকিং পেশা (মাইকম্যান), গাছ কেটে ও বরবটি চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। সোনিয়ার নিকট পাওনা ১৬ লাখ টাকাই তার মৃত্যুর জন্য কাল হয়েছে।

এ প্রসঙ্গে ওসি আবুল বাসার বলেন, তপনকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ শেষে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ওই সংঘটিত হত্যাকান্ডে মামলার ১নং আসামি সোনিয়াকে পূর্বে আটক করা হয়েছিল। আসামি আটকের সংবাদে এ এসপি কচুয়া সার্কেল মোঃ আব্দুল হাই শাহরাস্তি মডেল থানা পরির্দশন করেছেন।