Tag Archives: সিডিবিএ দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগ: প্রথম ম্যাচে এমিকাস রেঞ্জার্সের জয়

সিডিবিএ দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগ: প্রথম ম্যাচে এমিকাস রেঞ্জার্সের জয়

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির (সিডিবিএ) উদ্যোগে দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে ডায়নামিক-ল-ইয়ার্সকে ২৩ রানে হারিয়েছে এমিকাস রেঞ্জার্স ।

ব্যাংটিয়ে ১৮ রান এবং বোলিংয়ে ৩ উইকেট নিয়ে এমিকাস রেঞ্জার্স দলের এডভোকেট শিমুল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লীতে দ্বিতীয় টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন।

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আহসান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিপি এড. মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মো: আবু তাহের।  এ সময় প্রবীণ আইনজীবি এড. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কুমিল্লা জেলা আইনজীবি সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. কাজী আব্দুল কাইয়ুম (মিন্টু)।

উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৭৬ রান করেন এমিকাস রেঞ্জার্স দল। দলের পক্ষে এড. শিমুল ১৮ রান, এড. ইসমাইল ১২ রান, এড.নুরনবী ৫ রান, এড. এনামুল ৪ রান করেন এবং এড. মেহেদী ১ রান করেন। এড. বাবু, এড. আনোয়ার ও এড.আজহার ০ রানে আউট হন। অতিরিক্ত থেকে এসেছে ৩৫ রান। ডায়নামিক-ল-ইয়ার্স এর বোলার এড. মাজেদ হ্যাটট্রিক করেছেন। এড. অমিত ও এড. সোহেল একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ডায়নামিক-ল-ইয়ার্স ৫৩ রানে অলআউট হয়ে যান। দলের পক্ষে মিঠু ১ রান, জাকির ১৩ রান, খালেদ ৫ রান, সোহেল ৮ রান, সুমন ২ রান, দিপু ২ রান, অমিত ১ রান, মাজেদ ৬ রান, নয়ন ১ রানে আউট হন। এমিকাস রেঞ্জার্স দলের পক্ষে শিমুল ৩ উইকেট, বাবু ৩ উইকেট পান।

খেলায় মিডিয়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন এড. রিয়াদ ওবায়েদ উল্লাহ।