স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ওয়াই সেতুতে মোটর সাইকেলের ধাক্কায় মো. কালু মিয়া( ৮০), পিতা মৃত চান মিয়া, নামে এক পথচারী নিহত হয়েছে।
এলাকা বাসীর সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৫ মে) কালুমিয়া ভুরভুরিয়া বাজার থেকে সন্ধ্যার দিকে সেতুর পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিয়ে চলে যায়, তারপর তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মৃত কালু মিয়ার বাড়ি পার্শ্ববতী বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফর নাহার নিবিড় বলেন কালু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।