সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাহে রমজানকে সামনে রেখে চান্দিনায় হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২৪
news-image

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় মাহে রমজানকে সামনে রেখে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এআর এসএ দরিদ্র তহবিল ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামে ফাউন্ডেশনের উদ্বোধনের মধ্য দিয়ে সহস্রাধিক পরিবারে ছোলা, ডাল, খেজুর, তেল, পেয়াজ, মুড়ি,আলু সহ ৮ আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

অনুষ্ঠানে এআর-এসএ ফাউন্ডেশনের সভাপতি হাজী মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- এ আর ইন্টারন্যাশনাল এর স্বতাধীকারী হাজী মো.ফারুক আহমেদ। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সাবেক মেম্বার মো.রফিকুল ইসলাম, মো.আলমগীর হাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- মো.আবদুল গনি, হাফেজ মো.রবিউল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, যুবলীগ নেতা মো.বোরহান উদ্দিন, মো.শরীফুল ইসলাম সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

জানা যায় দীর্ঘ ১৫ বছর যাবত অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে সংগঠনের সদস্যরা। সংগঠনটি উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদী তারা।

আর পড়তে পারেন