বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: কবি (২)

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৩
news-image

জহিরুল ইসলাম:

কবি এক জীবন্ত সত্ত্বা যিনি বাস্তবতা থেকে বের করে আনে জীবনবোধের কবিতা,
জীবনের ময়নাতদন্তে যেসব অমীমাংসিত রহস্য লুকিয়ে রয় তাই কবিতা হয়ে ফুটে উঠে জনসমক্ষে।

কবি মৃত ব্যক্তির কফিন হতে যে অদৃশ্য আত্মার আর্তনাদ করে তা হতে খুঁজে বের করে অনুভূতি,
অথবা গভীর সাগরের বুকে ঘুমন্ত নীল তিমির রাত্রি যাপন নিয়ে লিখে যায় এক কাল্পনিক গল্প।

সুনীল আকাশের মাঝে উড়ন্ত ফিনিক্স পাখির ডানায় ভর করে যে রোদের ঘ্রাণ ভেসে আসে তা হতে লিখে যায় কালজয়ী কাব্য,

ভোরের কুয়াশা মাখা শিশির বিন্দু হতে টপটপ করে যেসব শব্দের ফোয়ারা ঝরে পড়ে মৃত্তিকায় তা দিয়ে লিখে ফেলে এক মহাকাব্য।

বাতাসে লাশের গন্ধ অথবা ধানের গন্ধ তা শুঁকে লিখে নেয় প্রকৃতির অপার সৌন্দর্য,
কোন অপরিচিত নারীর মনোহারি চোখের দিকে তাকিয়ে রচনা করে এক অমোঘ প্রেম উপাখ্যান।

কবি এই সভ্যতার সবচেয়ে রহস্যময় নিশ্চুপ এক ডিটেক্টিভ,
সাধারণ মানুষের ভিড়ে বসবাস করা অতি সূক্ষ্ম কীট।

লেখক:  জহিরুল ইসলাম
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা কোটবাড়ি
অনার্স চতুর্থ বর্ষ‌‌‌, অষ্টম সেমিস্টার।

আর পড়তে পারেন