বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন: কেন্দ্রীয় লবিংয়ে ব্যস্ত মনোনয়নপ্রত্যাশীরা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০২১
news-image

 

সাদেক হোসেন  :
আগামী ৭ অক্টোবর কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। কেন্দ্রীয় লবিং-তদবিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এ আসনের উপ-নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোন প্রার্থী না থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীরা। তবে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি এ উপ-নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী দিবেন বলে জানা গেছে।

বিভিন্ন কারণে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন আলোচিত। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদের বাড়ি এখানে। এ আসন থেকে তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত জাতীয়সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে এমপি হয়েছিলেন। আবার এ আসন থেকেই প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ আসনের আসন্ন উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ দল হতে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আলোচনায় রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সদ্য প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপির পুত্র চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ, সদস্য জাকির হোসেন (আজাদ), চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান মজুমদার (রিপন), কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগ এর যুগ্ম আহ্বায়ক নাজনীন আক্তার, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ এর প্রস্তুতি কমিটির সদস্য ও চান্দিনা উপজেলা কৃষকলীগ এর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো.শাহজালাল মিঞা শিপন প্রমুখ। এদিকে জাতীয়পার্টি থেকে দলীয় মনোনয়ন চাইবেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. লুৎফর রেজা খোকন।

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘দলের নেত্রীর কাছে মনোনয়ন চাইব। দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে নৌকাকে বিজয়ী করে এলাকার মানুষের জন্য কাজ করতে আগ্রহী।’

প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এমপি পুত্র মুনতাকিম আশরাফ টিটু বলেন, আমার বাবা নেই। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন আমার অভিভাবক। বাবা এ আসনে পাঁচবার এমপি হয়েছেন। আমরণ বাবা এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইব। আমরা চান্দিনা উপজেলা আওয়ামী লীগ তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকার জন্য কাজ করব ইনশাআল্লাহ।’

জাতীয় পার্টি হতে মনোনয়ন প্রত্যাশী মো. লুৎফর রেজা খোকন বলেন, ‘দীর্ঘ ৩ যুগেরও বেশি আমি চান্দিনায় রাজনীতি করছি। ১৯৯৬ সাল থেকে আমি এশাধিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণ করবো। আসন্ন উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদী। সে সাথে চান্দিনাবাসীকে সাথে নিয়ে এই আসনটি জাতীয় পার্টিকে উপহার দিতে পারবো বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’

সাবেক ছাত্রনেতা সহিদ উল্লাহ বলেন, ‘ছাত্ররাজনীতি করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকবার শিবিরের হাতে নির্যাতিত হয়েছি। দলের জন্য অনেক ত্যাগ করেছি। আশা করি, দল মনোনয়নের বিষয় বিবেচনা করবে।’
নারী নেত্রী নাজনীন আক্তার বলেন, ‘চান্দিনার জনগনের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার সাহস। মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে আন্তরিকতাই সব কিছু বিবেচনা করে জননেত্রী আমার হাতে নৌকা উঠিয়ে দিবেন বলে আমি দৃদৃঢ় ভাবে বিশ্বাস করি।’

মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেন (আজাদ) বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে এশাধিকবার কারাগারে গিয়েছি। দুঃসময়ে নেত্রীর পাশে ছিলাম। এষনও আছি। আশা করি, দলের জন্য ত্যাগের মূল্যায়ন পাব।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়নবাছাই পরদিন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৭ অক্টোবর।
উল্লেখ্য, সাবেক ডেপুটিস্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি গত ৩০ জুলাই মারা গেলে এ আসনটি শূন্য হয়। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটারসংখ্যা প্রায় পৌনে তিন লাখ। এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেই ভিএম পদ্ধতিতে।

লেখক: সাদেক হোসেন, কন্ট্রিবিউটর।

আর পড়তে পারেন