নাঙ্গলকোটে আ:লীগ নেতার অবৈধ মাটি বহনকারী গাড়ির চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর দৌলখাও ইউনিয়নের ভবানীপুর মুরগাঁও অশ্বদিয়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণবাতুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল লতিফ ভূইয়া।
স্থানীয় সূত্র জানায়, বাদ মাগরিবের দিকে ভবানীপুর সংলগ্ন অশ্বদিয়া ব্রিজ এলাকায় একটি অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক্টর গাড়ির সঙ্গে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী আব্দুল ওয়াদুদ ভূইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাকবলিত গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। গাড়িটির মালিক হিসেবে জোড্ডা পশ্চিম ইউনিয়নের যুবলীগ নেতা বেল্লাল ভূইয়ার নাম উঠে এসেছে। তিনি গোহারুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই গাড়িটি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছিল।
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটা ও মাটি বহন কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে খালে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব না হওয়ায় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে গাড়িটি উদ্ধারের চেষ্টা করা হবে।











