বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের বাবুচী দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সদ্য গঠিত ম্যানেজিং কমিটি ভাঙ্গার জন্য চাপ প্রয়োগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচী দারুসসুন্নাত দাখিল মাদ্রাসায় সদ্য গঠিত ম্যানেজিং কমিটি ভেঙ্গে নতুন সভাপতি নির্বাচিত করার জন্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ ইকবাল হোসেন ও স্থানীয় যুবলীগ নেতা মাসুম বিল্লাহর বিরুদ্ধে।

এ অভিযোগ করেছে সদ্য গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিব উল্লাহ কাচপুরী।

সদ্য গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিব উল্লাহ কাচপুরী জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তফসিল থেকে শুরু করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ভোটদানের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দা ও কুমিল্লা এলজিইডির চাকুরেজীবি ইকবাল ও স্থানীয় যুবলীগ নেতা মাসুম বিল্লাহ কয়েকদিন ধরে এই কমিটি ভেঙ্গে ইকবাল তার পিতা আবু বকর সিদ্দিককে সভাপতি বানানোর জন্য প্রিন্সিপালকে চাপ প্রয়োগ করে আসছে। ২৯ সেপ্টেম্বর দুপুরে প্রিন্সিপালকে অবরুদ্ধ করে কমিটি ভাঙ্গার  জন্য ইকবাল ও মাসুম বিল্লাহর নেতৃত্বে আরো ১০/১২ জন সন্ত্রাসী চাপ প্রয়োগ করে। এমন আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে জানতে প্রিন্সিপাল এ বি এম কবির হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায় নি।

আর পড়তে পারেন