অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ দেবিদ্বারের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে
মাছুম কামালঃ
কুমিল্লা নগরীতে অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা শেষে সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর, তার গ্রামের বাড়ি দেবিদ্বারের এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছে।
রোববার সকাল সোয়া ১০ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ৩য় জানাজায় কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুকসহ ন্যাপ কেন্দ্রিয় ও স্থানীয় নের্তৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বাদ জোহর কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে সমাহিত করা হবে