অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে কুচক্রীমহল: সারওয়ার হোসেন বাবু

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষণার অপেক্ষায় থাকা কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়া সারওয়ার হোসেন বাবুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন সারওয়ার হোসেন বাবু।
তিনি বলেন, আমি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার সুযোগ্য কণ্যা জননেত্রী আমাদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনার আর্দশের রাজনীতি করি। তাই আমার বিরুদ্ধে কোন অপপ্রচার করে আমাকে থামিয়ে রাখা যাবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটি শিগগিরই ঘোষিত হবে বলে জানা যাচ্ছে। আমি ওই কমিটিতে সভাপতি/আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দিয়েছি। আমি পূর্বের কমিটিতেও সিনিয়র যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পালন করেছি। সভাপতি পদে আমার নাম আলোচনায় থাকায় স্থানীয় কুচক্রী মহল পূর্বের ন্যায় আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। মিথ্যে তথ্য সরবরাহ করে মিডিয়ার মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে সেই কুচক্রীমহল।
একটি জাতীয় দৈনিকে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ প্রকাশিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশনেত্রী শেখ হাসিনার ছবি ও ছাত্রলীগ অফিস ভাঙচুরের মামলা আমার বিরুদ্ধে চলমান উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে এ ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেয়ার পর ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালত ওই মিথ্যে মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে ।
আমার রাজনৈতিক গতিশীলতা স্থবির করার জন্য কুচক্রীরা ২০১২ সালের ২৭ মে দাউদকান্দি মডেল থানায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন । যা পরবর্তীতে কুমিল্লার যুগ্ম দায়রা জজ, ১ম আদালত আমিসহ সকলের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলাটি নিষ্পত্তি দিয়ে আমিসহ সকলকে খালাস দেওয়া হয় (যাহার দায়রা মামলা নং-১১০/২০১৩) ।
২০২২ সালের ৬ জুলাই তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরিকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি’র ওয়ালে স্টাটাস দেন যে- “পানি উঠল কৈ, ত্রাণ দিলাম কৈ, ভন্ডামির রাজনীতি ছাড়েন, মুখ খুললে ইজ্জতের কাপড় থাকবে না’’। একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের এমন অশালীন মন্তব্যে প্রতিবাদে তিতাস উপজেলার সর্বস্তরের জনগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেন। পারভেজ হোসেন সরকারের বিরুদ্ধ ঝাড়ু মিছিল করায় ২৬ জুলাই তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসকের গোপনীয় শাখায় একটি মিথ্যা অভিযোগ করেন । পরবর্তীতে তিতাস খানার অফিসার ইনচার্জ এর তদন্ত সাপেক্ষে আমি নির্দোষ প্রমানিত হই।
আমার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে। এ তথ্যটিও মিথ্যে, কারণ আমার বিরুদ্ধে অভিযোগ আনা মো: কাউসার ভূইয়া নিজেই লিখিত দিয়ে আমার নাম অভিযোগ প্রত্যাহার করেছে।
এমনি করে মাদকসহ বিভিন্ন অভিযোগে আমাকে ফাসাঁনোর চেষ্টা করেছে কুচক্রীমহল বারবার। কিন্তু আমি প্রতিবারই নিদোর্ষ প্রমাণিত হয়েছি।
যুবলীগের পদ প্রাপ্তি থেকে আমাকে দূরে রাখার জন্যই এ কৌশল অবলম্বন করা হয়েছে। এবার মিডিয়ায় সংবাদ প্রকাশ করে আমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্রমূলক মিথ্যে, বানোয়াট বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন। জনগণ আমার সাথে আছে। এসব মিথ্যে দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। কারণ সত্যের জয় চিরন্তন।