অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেরা কন্ঠের তারেক
আব্দুর রাজ্জাক : অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনে পা রাখলেন চ্যানেল আইয়ের ব্যাপক আলোচিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরা কন্ঠ চ্যাম্পিয়ন নোয়াখালীর কৃতি সন্তান তারেক চৌধুরী। আনুষ্ঠানিক ভাবে ১০ ফেব্রুয়ারী পছন্দের পাত্রী সামিনা চৌধুরী সুবর্নার সাথে তারেক চৌধুরীর মালাবদলের মাধ্যমে নতুন জীবনের সুচনা করেন।
অত্যান্ত প্রতিশ্রুতিশীল এই তরুন কন্ঠতারকার পিতৃভুমি চাটখিল উপজেলার গবিন্দপুরে। তবে তারা সপরিবারে নোয়াখালীর মাইজদী শহরে বসবাস করেন।
বিয়ে প্রসঙ্গে তারেক বলেন, ১০ই ফেব্রুয়ারি বিয়ের কাজটি সম্পন্ন করি। আর একেবারে ঘরোয়াভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে।
নববধূ সর্ম্পকে জানতে চাইলে তারকে আরো বলেন, সুবর্না অনেক ভালো একটি মেয়ে। তার সঙ্গে আমার পরিচয় যতদিনের তাতে বুঝলাম সে-ই আমার জন্য পারফেক্ট। সবমিলিয়ে বলবো, আমার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন? জানতে চাইলে নিউজ সময় টিমকে তিনি বলেন আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভাল আছি। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের দোয়াও ভালবাসা নিয়ে আমাদের নতুন জীবন এবং জীবনের প্রতিটি সময় জাতে করে ভালভাবে কাটাতে পারি। আর গানের মধ্যেদিয়ে যাতে সবার মাঝে বেচে থাকতে পারি। সেই জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।
নিউজ সময় : তারেক আপনাকে ধন্যবাদ।
তারেক : নিউজ সময় ও আপনাকে ধন্যবাদ।